11/14/2025 ঢাকায় ঝটিকা মিছিল: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
odhikarpatra
২৩ September ২০২৫ ২৩:৫৯
অধিকার পত্র ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এস এম আল সনেট, খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ এবং যশোরের বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিছার আলীসহ আরও ১০ জন।
ডিবির বক্তব্য:
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, বিশেষ করে মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা আছে। তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারদের পরিচয়:
গ্রেফতারদের মধ্যে রয়েছেন–