09/29/2025 সেনা অভিযানে সাত দিনে গ্রেফতার ৪৪, অস্ত্র-গুলি ও মাদক জব্দ
odhikarpatra
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক সপ্তাহব্যাপী যৌথ অভিযানে ৪৪ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অনলাইন জুয়াড়ি ও মাদকাসক্তসহ মোট ৪৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে উদ্ধার করা হয়—
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।
সংস্থাটি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।