09/29/2025 বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ: শিশুর ভবিষ্যৎ সুরক্ষায় সবার দায়িত্ব
odhikarpatra
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২১
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রতি বছর বিশ্বজুড়ে ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়। পাশাপাশি বাংলাদেশসহ নানা দেশে শিশু অধিকার সপ্তাহ আয়োজন করা হয় শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে। শিশু হচ্ছে জাতির ভবিষ্যৎ, আর তাদের সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠাই টেকসই উন্নয়নের মূল শর্ত।
জাতিসংঘ শিশু অধিকার সনদ (UNCRC) অনুযায়ী প্রতিটি শিশুর রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয়, ভালোবাসা, সুরক্ষা ও মতপ্রকাশের অধিকার। কিন্তু বাস্তবে দারিদ্র্য, শিশুশ্রম, বাল্যবিবাহ, নির্যাতন ও সহিংসতা এখনো শিশুর অধিকারকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের অনেক শিশু স্কুলে যাওয়ার পরিবর্তে জীবিকার তাগিদে শ্রমে নিয়োজিত হচ্ছে। এ চিত্র শুধু দেশের নয়, বৈশ্বিক পর্যায়েও একইভাবে বিদ্যমান।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমাদের মনে রাখা জরুরি—শিক্ষাই শিশুদের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার। মানসম্মত শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতা শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। একই সঙ্গে, শিশুদের জন্য সহিংসতা-মুক্ত পরিবেশ, স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করা জাতীয় দায়িত্বের অংশ।
শিশুর অধিকার রক্ষায় সরকার আইন ও নীতি প্রণয়ন করলেও পরিবার ও সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। অভিভাবকদের সচেতনতা, সঠিক দিকনির্দেশনা এবং নিরাপদ পরিবেশ প্রদান ছাড়া শিশুর সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকেই শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
“আজকের শিশু, আগামীর ভবিষ্যৎ”—এ স্লোগান শুধু কথার ফুলঝুরি নয়, বরং একটি বাস্তব সত্য। শিশুদের অধিকার নিশ্চিত করা মানে একটি নিরাপদ, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। তাই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে আমাদের অঙ্গীকার হোক—শিশুর প্রতি দায়িত্বশীল আচরণ, সমান সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।