09/29/2025 “ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো বেআইনি নির্দেশ দেওয়া হবে না: সিইসি’র প্রতিশ্রুতি”
odhikarpatra
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬
অধিকারপত্র. কম ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ —
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কোনও ভোট অফিসার বা নির্বাচন কমিশন কর্মকর্তা-দের বেআইনি নির্দেশ দেওয়া হবে না।
আজ “নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫” অনুষ্ঠানে, নির্বাচন ভবনে এ ব্যাপারে সিইসি বলেন:
“নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেবো, তবে বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। আমাদের নির্দেশ হবে আইন ও বিধির উপর।
অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের চার কমিশনার ও সচিবকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে।
সিইসি আরও বলেন, “চিফ এডভাইজার বর্তমানে নিউইয়র্কে আছেন এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করছেন। তিনি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন ও বলছেন — বাংলাদেশের নির্বাচন হবে সুষ্ঠু ও ঐতিহাসিক।”
তিনি যোগ করেন,
“আমরা আপনাদের প্রতি আস্থা রেখেছি; আপনাদের সঙ্গে মিলে আমরা প্রমাণ করব যে এই নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে। ইনশাআল্লাহ।”
বিশ্লেষণ ও প্রাসঙ্গিক দিক
সিইসি’র এই বক্তব্য নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অবস্থান নিরপেক্ষতার দিক থেকে একটি শক্ত উক্তি।
“বেআইনি নির্দেশ দেওয়া হবে না” – এই কথাটি ভবিষ্যতে কোনো অপকৌশল বা চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা কাটিয়ে দেয়ার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
এমন ঘোষণার মাধ্যমে ভোটকর্মীদের ওপর রাজনৈতিক বা প্রভাবশালী চাপ কমিয়ে আনার উদ্যোগ হিসেবে এটিকে ব্যাখ্যা করা যেতে পারে।
তবে, বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাচন কমিশন ও ভোটকর্মীদের দায়িত্ব অনেক ভারি হবে — নির্দেশনা আইনসম্মত হলেও বাস্তব চ্যালেঞ্জ থাকবে।
কমিশনের বিশ্বাস পুনরুদ্ধার ও জনমত আস্থা অর্জন করাটাও করণীয় অংশ হবে।