09/29/2025 গাজা অঞ্চলে ইস্রায়েলি বিমান ও স্থল হামলায় কেন্দ্রীয় নুসাইরাত অভিবাসী শিবিরে অন্তত ৮ জন নিহত।
odhikarpatra
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১০
অধিকারপত্র ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫
গত রাতে গাজার নুসাইরাত অভিবাসী শিবিরে ইস্রায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। মেডিক্যাল ও নিরাপত্তা সূত্র জানাচ্ছে, এই হামলা শরণার্থী শিবিরকে লক্ষ্য করে অব্যাহত ছিল।
ইস্রায়েলি বাহিনী আবাসন, পাড়া-মহল্লা, রাস্তা, অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় বড় বাঁধা তৈরি হয়েছে — রাস্তাঘাট অবরুদ্ধ ও ধ্বংসস্তূপে চাকার প্রবেশ পথ বন্ধ হওয়ায়।
দুর্যোগগ্রস্ত মানুষ ও আহতদের দ্রুত নেওয়ার উদ্দেশ্যে মেডিক্যাল দল ঘটনাস্থলে পৌঁছাতে পারছিল না। ধ্বংসস্তূপ তোলার কাজ সীমাবদ্ধ হলেও স্থানীয়রা তৎপর উদ্যোগ নিচ্ছে।
আরো তথ্য পাওয়া যাচ্ছে যে, হামলার ফাঁকে কিছু লোক আশ্রয়হীণ অবস্থায় আসে, অর্থাৎ নিরাপদ আশ্রয় কমল। এই সংঘর্ষ গাজার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
এই হামলা ও গাজা সংকট দীর্ঘদিন ধরেই স্বল্পস্থায়ী শান্তি প্রত্যাশাকে চ্যালেঞ্জ করেছে। তবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হবে — আন্তর্জাতিক সমাজের সহায়ক ভূমিকা, মানবিক হস্তক্ষেপ ও শান্তি লব্ধি ইত্যাদি ঘন আভাস দিচ্ছে পরবর্তী কূটনীতি ও মিডিয়ার ভূমিকা।