09/29/2025 নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
odhikarpatra
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩
অধিকারপত্র ডটকম ডেস্ক
নড়াইল, ২৮ সেপ্টেম্বর ২০২৫:
“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি বলেন,
“ডিজিটাল যুগে তথ্যপ্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। পরিবেশ সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের উন্মুক্ত প্রবাহ অত্যন্ত জরুরি।”
এছাড়া সভায় জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার এ বি এম মনোয়ারুল আলম, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রেক্ষাপট
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়। ২০২৫ সালের প্রতিপাদ্য হলো—
“Ensuring Access to Environmental Information in the Digital Age”
বাংলাদেশের প্রতিটি জেলায় এ দিবস উপলক্ষে আলোচনা, শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে।