09/29/2025 এশিয়া কাপ ফাইনালে ট্রফি বিতরণে ভারতীয় দলের অস্বীকৃতি: মোহসিন নকভির প্রতিক্রিয়া
odhikarpatra
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬
অধিকারপত্র ডটকম ডেস্ক
২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়লাভ করে ভারতীয় দল। তবে ম্যাচ শেষে ট্রফি বিতরণে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মোহসিন নকভি ট্রফি বিতরণ করতে স্টেজে উপস্থিত হন। তবে ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এই অস্বীকৃতির পর নকভি ট্রফি নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন।
ভারতীয় দলের অস্বীকৃতির পেছনে নকভির সামাজিক মাধ্যমে করা কিছু বিতর্কিত পোস্টকে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তিনি পাকিস্তানি ক্রিকেটারদের যুদ্ধবিমান ও ক্র্যাশ ল্যান্ডিংয়ের ছবি শেয়ার করেছিলেন, যা ভারতীয় দলের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
ভারতীয় দলের অস্বীকৃতির পর নকভি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, "যদি যুদ্ধই আপনার গর্বের মাপকাঠি হয়, তাহলে ইতিহাস ইতিমধ্যেই পাকিস্তানের কাছে আপনার পরাজয় রেকর্ড করেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্য পরিবর্তন করতে পারে না।"
এই ঘটনার পর ভারতীয় ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে ট্রফির ছবি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান। তারা ট্রফির স্থানে ইমোজি ব্যবহার করে তাদের জয় উদযাপন করেন।
এদিকে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক ভারতীয় দলের এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেন, "এটি তাদের জন্য আফসোসের কারণ হবে।"
এই ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।