09/29/2025 ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগে গাজায় ইসরায়েলের তীব্র হামলা: ২৪ ঘণ্টায় ৫০ ফিলিস্তিনি নিহত
odhikarpatra
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮
অধিকার পত্র ডটকম ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত ও ১৮৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মানবিক সহায়তা প্রার্থীও রয়েছেন। এই তথ্য গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প আলোচনা করবেন।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব নেতারা গাজায় মানবিক সহায়তা প্রবাহিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।