09/29/2025 কারাগারে শেষ নিঃশ্বাস সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের
odhikarpatra
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৮
অধিকারপত্র ডটকম ডেস্ক
ঢাকা, ২৯ সেপ্টেম্বর:
সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ইন্তেকাল করেছেন। সোমবার সকাল আনুমানিক ৭টায় কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নূরুল মজিদ আওয়ামী লীগের অভিজ্ঞ নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নরসিংদী-৪ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
রাজনৈতিক জীবন
১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। যুবলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম ছিলেন।
১৯৭৫ সালের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন।
সংসদ ও মন্ত্রিত্বকাল
রাজনীতির দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রতিরক্ষা, প্রবাসী কল্যাণ, বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে শিল্পমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে একই দায়িত্ব পান।
শিক্ষাজীবন ও পেশা
নূরুল মজিদ সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি একজন আইনজীবী ছিলেন এবং বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলর ট্রাইব্যুনালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবন
তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া বাগানবাড়িতে। তিনি আইনজীবী এম.এ. মজিদ ও নূর বেগমের সন্তান। স্ত্রী নাদিরা মাহমুদ, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।