11/15/2025 ইসরায়েলি হামলায় গাজার প্রিয় শিক্ষিকা গাদা রাবাহ ধ্বংসস্তূপে চাপা
odhikarpatra
৩০ September ২০২৫ ০২:১৪
হামলায় ঘটনাস্থলেই নিহত হন হুসসাম। গাদার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে তার খুঁজে ফেরেন স্বজনরা। পরিবার ও প্রিয়জনদের আতঙ্ক—প্রিয় এই শিক্ষিকা হয়তো আর বেঁচে নেই।
গাদা রাবাহ গাজা সিটির অসংখ্য শিক্ষার্থীর কাছে ছিলেন অনুপ্রেরণা। ইংরেজি শিক্ষক হিসেবে তার আন্তরিকতা ও মমতা ছাত্র-ছাত্রীদের কাছে তাকে পরিণত করেছিল "প্রিয় গাদা ম্যাডাম"-এ।
নিরাপদ আশ্রয় ছেড়ে বাড়িতে ফিরে আসা তার জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়ালো। স্বজনদের ভাষায়, "তিনি জীবনের প্রতি ভীষণ ভালোবাসা রাখতেন, কিন্তু যুদ্ধ তার সব স্বপ্ন কেড়ে নিল।"
এই ঘটনাটি গাজার সাধারণ মানুষের দুর্দশা ও নিরন্তর আতঙ্কের আরেকটি করুণ চিত্র তুলে ধরেছে।