09/30/2025 “সব ধরনের চরিত্র করতে চান” — অভিনেত্রী আফিয়া তাবসসুম বর্ণের কথা
odhikarpatra
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৬
অধিকার পত্র ডেস্ক
বিস্তারিত প্রতিবেদন
ঢাকা থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ অভিনেত্রী আফিয়া তাবসসুম বর্ণ ইতিমধ্যে “অজানা শহরে” নামক স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমে অভিনয়ে ফিরে এসেছেন। এই ছবিটি নির্মিত হয়েছে দুই অপরিচিত মানুষের ভ্রমণকালে মিলনের গল্পের ধারাবাহিকতায়। YouTube-এ ১৪ সেপ্টেম্বর মুক্তি পায় এটি এবং খুব দ্রুতই দর্শকদের নজর আকর্ষণ করে।
তিনি বলেছিলেন, কাজের ক্ষেত্রে যে ধরনের চিত্রনাট্য আশা করতেন, সেসব ভালো অফার সেই সময়ে পাচ্ছিলেন না। নিজের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ছিলেন না, তাই এক বছরের জন্য “ব্রেক” নেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিরতির সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানো, মায়ামমতা অনুভব ও নিজেকে নতুনভাবে পর্যবেক্ষণের সুযোগ পান বর্ণ। ছোট তাজ্ঞা-তকজ্জব ও পারিবারিক মুহূর্তগুলোর মধ্য দিয়ে জীবনের বিভিন্ন দিক নিয়ে নতুন উপলব্ধি গড়ে উঠেছে।
“অজানা শহরে”-তে অভিনয়ের পর অনেক শুভেচ্ছা পেয়েছেন বর্ণ। কিছু সমালোচনাও এসেছে, তবে তিনি প্রতিটি মন্তব্য খুঁটিনাটিভাবে পড়েন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে চান।
এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অভিনয়ে ফিরেও চুড়ান্তভাবে চরিত্র নির্বাচন করবেন। কোনো প্রজেক্টে কাজ শুরু করার আগে সেটি ভালোভাবে বিশ্লেষণ করবেন এবং গুণগত চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
বর্তমানে আফিয়া মডেলিং ও বিজ্ঞাপন খেলায় সক্রিয় রয়েছেন। তবে অভিনয় নিয়ে তাঁর আগ্রহ এখনও অটুট।