09/30/2025 ইস্তিগফার: জীবিকা, শান্তি ও সমৃদ্ধির শক্তিশালী মাধ্যমে
odhikarpatra
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪
অধিকার পত্র ডেস্ক
মানুষের জীবনে জীবিকা, প্রশান্তি ও সমৃদ্ধি অর্জনের গুরুত্ব অপরিসীম। এগুলো অর্জনের জন্য মানুষকে অবিরাম পরিশ্রম করতে হয়। কিন্তু কোরআন ও হাদিস আমাদের জানায়, জীবিকা লাভের সবচেয়ে সহজ এবং শক্তিশালী মাধ্যম হলো ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুধুমাত্র পাপ মোচনের জন্য নয়, বরং এটি জীবিকা ও সমৃদ্ধি লাভের গুরুত্বপূর্ণ উপায়।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নুহ (আ.)-এর উদাহরণ উল্লেখ করে বলেন:
“তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অতি ক্ষমাশীল। তোমরা তা করলে তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন।”
(সুরা নুহ, আয়াত ১০–১২)
কোরআন স্পষ্টভাবে নির্দেশ দেয়:
“তোমরা ইস্তিগফার করো এবং আল্লাহর কাছে তাওবা করো। তোমরা তা করলে তিনি তোমাদের ওপর প্রচুর বর্ষণ বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন।”
ইস্তিগফার শুধু আধ্যাত্মিক শান্তি দেয় না, বরং এটি জীবিকার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক কল্যাণের পথও প্রশস্ত করে।