09/30/2025 ফেসবুকে আয়ের নতুন সুযোগ
odhikarpatra
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪১
ফেসবুকে আয় করতে চান? এখন মাত্র একটি শর্ত মানলেই নতুনরাও মনিটাইজেশনের সুযোগ পাবেন। জেনে নিন সহজ আবেদন প্রক্রিয়া।
অনলাইন ডেস্ক – ফেসবুক থেকে আয়ের স্বপ্ন দেখা নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর এসেছে। এতদিন পর্যন্ত ফলোয়ার সংখ্যা, ভিডিও ভিউ এবং বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে মনিটাইজেশন সুবিধা পাওয়া যেত। তবে এখন ফলোয়ার না থাকলেও মাত্র একটি শর্ত পূরণ করলেই ফেসবুক থেকে আয়ের সুযোগ মিলবে।
ফেসবুক জানিয়েছে, নতুন ক্রিয়েটরদের যদি অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন YouTube, TikTok ইত্যাদি) সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত কনটেন্ট তৈরি করে থাকেন, তবে সেই লিংক ব্যবহার করে ফেসবুকে মনিটাইজেশনের জন্য আবেদন করা যাবে।
ফেসবুক জানিয়েছে, নতুনদের শুরুটা সহজ করতে এই সুযোগ চালু করা হয়েছে। ফলে যারা অন্য প্ল্যাটফর্মে সক্রিয়, তারা ফেসবুককেও আয়ের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন।