09/30/2025 স্ত্রীর হাতে স্বামী খুন: ফেনীর দাগনভূঞায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড
odhikarpatra
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৫
অধিকারপত্র ডটকম ডেস্ক
ফেনী জেলার দাগনভূঞা পৌর এলাকার জগতপুর গ্রামের গফুর ভান্ডারী বাড়িতে ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টার দিকে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। নিহত আলমগীরের স্ত্রী খালেদা ইয়াসমিনকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে খালেদা ইয়াসমীরের বিয়ে হয়। চলতি বছরের শুরুতে নারায়ণগঞ্জে আলমগীর দ্বিতীয় বিয়ে করেন, এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ বৃদ্ধি পায়। গত রাতে আলমগীর বাড়িতে আসলে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। সকালে তার মরদেহ বাথরুমে পাওয়া যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।