10/01/2025 গাজা যুদ্ধের ছায়ায় ন্যায়ের খেলায় লাল কার্ড: ফিফা-উয়েফার কাছে আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েল নিষেধাজ্ঞার দাবি তুরস্কের
odhikarpatra
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮
গাজার ওপর চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, তুরস্ক ফুটবল ফেডারেশন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা (FIFA) ও ইউরোপীয় ফুটবলের শীর্ষ সংস্থা ইউএফএ (UEFA) কে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে সমস্ত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ফুটবলের শীর্ষ সংস্থা ইউএফএ (UEFA) এর সদস্য হিসেবে তুরস্ক প্রথম দেশ হিসেবে এমন প্রকাশ্য আহ্বান জানাল। তুরস্কের ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাচিওসমানোঘলু শুক্রবার চিঠিতে উল্লেখ করেছেন, এখনই ফিফা (FIFA) এবং ইউএফএকে (UEFA) পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এই আহ্বানটি গাজার ওপর চলমান হামলার প্রেক্ষাপটে উত্থাপিত হয়েছে। তুরস্কের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে, আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর উচিত মানবিক পরিস্থিতির প্রতি দৃষ্টি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।
বিশেষজ্ঞরা বলছেন, যদি ইউএফএ বা ফিফা এই আহ্বানকে গুরুত্ব সহকারে বিবেচনা করে, তবে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মানবিক ও রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে চাপ আরও বাড়াতে পারে এবং ভবিষ্যতে বিশ্বকাপ ২০২৬ এর প্রস্তুতি পর্যায়েও আলোচনার বিষয় হতে পারে। ফুটবল কেবল একটি খেলা নয়; এটি মানুষের সংহতি ও শান্তির প্রতীক। গাজার মতো মানবিক সংকটের মুখে, আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোকে মানবতার পক্ষ নিয়ে পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে খেলাধুলা কেবল প্রতিযোগিতা নয়, শান্তি ও ন্যায়ের বার্তাও বহন করতে পারে।
- বিশেষ প্রতিনিধি (Special National Correspondent) মোঃ সাইদুর রহমান (বাবু)