10/01/2025 যুক্তরাষ্ট্র সরকার আবারও শাটডাউনের পথে
odhikarpatra
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
ওয়াশিংটন পরিস্থিতি
অর্থবছর ২০২৬ শুরু হওয়ার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে আবারও সরকারি শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে। বাজেট বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় এ সঙ্কট তৈরি হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাস করে, যা সাময়িকভাবে ২১ নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। তবে সিনেটে বিলটির অনুমোদন আটকে যায়। ফলে নতুন অর্থবছর শুরু হলেও বাজেট পাস না হওয়ায় শাটডাউনের ঝুঁকি তৈরি হয়েছে।
সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান আসেনি।
বর্তমানে রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হলেও, সিনেটে বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট নেই। সমঝোতা ব্যর্থ হলে ২০১৯ সালের পর এটাই হবে যুক্তরাষ্ট্রে প্রথম শাটডাউন।