10/01/2025 বগুড়ায় যুবদল নেতার হত্যা: মূল অভিযুক্ত জামিল গ্রেফতার
odhikarpatra
১ অক্টোবর ২০২৫ ১৪:৫৬
অধিকারপত্র ডেস্ক
বগুড়া, ১ অক্টোবর ২০২৫
বগুড়ায় একজন যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় তার হত্যাকারীর মূল সন্দেহভাজন জামিল হোসেন (৪৪) কে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার রাত সোয়া ১২টায় শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিল কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে কাহালুর মাগুড়া গ্রামের একটি লিজকৃত পুকুর এলাকায় মাছ ধরার সময় রাহুল সরকার নামে ওই যুবদল নেতাকে ৮–১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আকস্মিকভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। রাহুল ছিলেন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের যুবদল সাংগঠনিক সম্পাদক ও কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।
জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, হত্যার পর জামিল আত্মগোপনের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রের তথ্য হাতে পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অন্যান্য সন্দেহভাজনদেরও শনাক্ত করতে পুলিশ কাজ করছে।