10/01/2025 বাবাকে ভীষণ মিস করি’ — আবিষেক চট্টোপাধ্যায়ের শৈশব স্মৃতি ভাগ করে নিলেন মেয়ে সায়না
odhikarpatra
১ অক্টোবর ২০২৫ ১৫:২৫
অধিকার পত্র ডেস্ক
কলকাতা: টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রয়াত আবিষেক চট্টোপাধ্যায়-এর অকাল প্রয়াণ ভক্তদের পাশাপাশি পরিবারকেও শোকে ভেঙে দিয়েছে। তবে তাঁর মেয়ে সায়না চট্টোপাধ্যায় নিয়মিত বাবার স্মৃতিচারণা করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করেছেন একটি শৈশবের বিশেষ ছবি, যেখানে বাবার সঙ্গেই রয়েছে ছোট্ট সায়না।
পোস্টে তিনি লিখেছেন— “বাবা, তোমাকে খুব মিস করি। প্রতিটি মুহূর্তে তোমার উপস্থিতি অনুভব করি।” মেয়ের এই আবেগঘন বার্তা মুহূর্তেই ভাইরাল হয় এবং অভিনেতার অসংখ্য অনুরাগী মন্তব্যে জানান তাঁদের অনুভূতি।
আবিষেক চট্টোপাধ্যায় টলিউডে দীর্ঘ ক্যারিয়ারে একাধিক হিট ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। মেয়ে সায়নার এই স্মৃতিচারণ ভক্তদের আবারও মনে করিয়ে দিল অভিনেতার অবিস্মরণীয় উপস্থিতি।