10/02/2025 পানিতে পরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু :চুয়াডাঙ্গা
odhikarpatra
১ অক্টোবর ২০২৫ ২৩:০৩
অধিকার পত্র ডেস্ক
চুয়াডাঙ্গা,
জেলার পৌর এলাকায় পুকুরে ডুবে মো. রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাতগাড়ি নামক এলাকায় বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব চুয়াডাঙ্গা শহরের এতিমখানাপড়ার মো. সেলিমের ছেলে। সে এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলো।
নিহত রাকিবের প্রতিবেশী খাজির আহমেদ জানান, সাতগাড়ি এলাকায় একটি পুকুরে রাকিব ও তার বন্ধুরা গোসল করতে যায়। এসময় রাকিব পানিতে ঝাঁপ দেয়। পরে পুকুর থেকে না ওঠায় তার সাথে থাকা অন্য বন্ধুরা পানি থেকে তাকে উদ্ধার করে। এ সময় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, রাকিব অত্যান্ত মেধাবী ছাত্র ছিলো। ক্লাসে সে ফার্স্ট বয় ছিলো। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকহত।