11/18/2025 ওজন কমাতে ব্যর্থ হওয়ার ৫টি প্রধান কারণ জানালেন রণবীর কপূরের ফিটনেস ট্রেনার
odhikarpatra
১ October ২০২৫ ২৩:১২
অধিকার পত্র ডটকম ডেস্ক:
ওজন কমানো আজকের দিনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। অনেকেই ডায়েট ও নিয়মিত ব্যায়াম করেও কাঙ্ক্ষিত ফল পান না। সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর কপূরের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার শিভোহাম ভাট জানিয়েছেন, কেন অনেক মানুষ চেষ্টা করেও ওজন কমাতে ব্যর্থ হন।
তিনি উল্লেখ করেন পাঁচটি বড় কারণ:
শিভোহাম ভাটের মতে, ওজন কমানো কোনো স্বল্পমেয়াদি প্রকল্প নয়। ধারাবাহিক অনুশীলন, সুষম খাদ্যাভ্যাস এবং পর্য়াপ্ত বিশ্রামই স্বাস্থ্যকর শরীর গঠনের মূল চাবিকাঠি।