11/14/2025 তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার
odhikarpatra
৩ October ২০২৫ ২৩:২৫
অধিকার পত্র ডটকম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে পালিশারা গ্রামে বিএনপির নেতা-কর্মীদের হামলায় জামায়াতের অন্তত ২০ জন আহত হন বলে দাবি করেছে জেলা জামায়াত। আহতদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন,
“ফেসবুকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরে দ্রুত মুছে ফেলা হয়। এমনকি ইউনিয়ন আমির বিষয়টি নিয়ে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছিলেন। তবুও আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”