11/14/2025 জুলাই সনদ বাস্তবায়ন না হলে কাগুজে দলিলে পরিণত হবে: মামুনুল হক
odhikarpatra
৪ October ২০২৫ ২৩:৪৩
ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, যারা জুলাই সনদের আন্দোলনে নেই, তাদের সঙ্গে এই মুহূর্তে কোনো রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্নই ওঠে না।
শনিবার রাজধানীর পুরানা পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে খেলাফত মজলিসের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। মামুনুল হক বলেন, “এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতেই হবে— এমন প্রত্যাশাই করছি।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন না হলে পরে তা কাগুজে দলিল হিসেবেই পড়ে থাকবে। ভবিষ্যতের কোনো সরকার এটি বাস্তবায়ন করবে— এমন ভরসাও নেই। তাই জুলাই বিপ্লবকে সফল করতে হলে সনদ বাস্তবায়ন এখনই করতে হবে এবং এর ভিত্তিতেই পরবর্তী জাতীয় নির্বাচন জরুরি।”
মামুনুল হক দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা অন্তরায় হয়ে দাঁড়াবে, তাদের সঙ্গে কোনো ঐক্যের সম্পর্ক থাকতে পারে না।”
খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।