10/19/2025 হামলার বিচার না হলে গলায় গামছা পরাব”—সিঙ্গাপুর থেকে ফিরে নুরের হুঁশিয়ারি
odhikarpatra
৪ October ২০২৫ ২৩:৪৩
ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ২৯ অগাস্টের হামলার বিচার না হলে ভবিষ্যতে ‘গলায় গামছা পরানো’ হবে। তিনি অভিযোগ করেন, ওই হামলা ছিল পরিকল্পিত ও টার্গেট করে পরিচালিত।
শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুর। তিনি বলেন,
“২৯ অগাস্টের ঘটনার বিচার না হলে, আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায় গামছা পরাব।”
তিনি আরও বলেন,
“ফ্যাসিবাদের সময় শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। কিন্তু তখনও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এমন বর্বরোচিত হামলার শিকার হইনি। এই হামলাটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল—আমাকে ও আমাদেরকে টার্গেট করে।”
নুর অভিযোগ করেন, সরকার ঘটনাটি ধামাচাপা দিতে ‘গতানুগতিক তদন্ত কমিটি’ করেছে, যা কখনও আলোর মুখ দেখে না।
“৩৫ দিন পার হয়ে গেছে, তদন্ত কমিশন গঠন করলেও তাদের কর্মকাণ্ডে গাফিলতি স্পষ্ট,” বলেন তিনি।
তিনি প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“বিতর্কিত নির্বাচন করায় সাবেক সিইসির গলায় জুতার মালা পরানো হয়েছিল। প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের ইমাম দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাই ২৯ অগাস্টের ঘটনার বিচার না হলে ভবিষ্যতেও তাদের গলায় গামছা পরাতে বাধ্য হব।”
গত ২৯ অগাস্ট ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। বিদেশে ১২ দিন চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।
গণঅধিকার পরিষদ জানায়, নুরের ওপর হামলার ঘটনার বিচার না হলে তারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবে।