11/14/2025 আফগানিস্তানে দুর্ঘটনাবশতঃ বিস্ফোরণে ১০ জঙ্গি নিহত
Mahbubur Rohman Polash
২৪ March ২০১৮ ১৯:৪৯
মইমনা (আফগানিস্তান), : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে দুর্ঘটনাবশতঃ এক বিস্ফোরণে ১০ তালেবান জঙ্গি নিহত ও আরো চারজন আহত হয়েছে। শনিবার সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সেনা সূত্র জানায়, প্রাদেশিক রাজধানী মইমনা নগরীর দক্ষিণের পোস্তন কোত জেলার সার হাওয়াজ গ্রামে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র জানায়, জঙ্গিরা একটি কম্পউন্ডে বোমা বানানোর কাজে ব্যস্ত থাকার সময় এ বিস্ফোরণ ঘটে। সূত্র আরো জানায়, নিহতদের মধ্যে তালেবানের দুই বোমা বিশেষজ্ঞ রয়েছে।
এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।