10/19/2025 দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও জারা
odhikarpatra
১৯ October ২০২৫ ১২:২০
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ (অধিকারপত্র ডটকম)
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের টানা আন্দোলনের অষ্টম দিনে তাদের অনশনস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা। তারা শিক্ষক নেতাদের উদ্দেশে বলেছেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান।”
গত ১৭ অক্টোবর দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। আজ রবিবার পর্যন্ত চলছে টানা ৪২ ঘণ্টার অনশন। এতে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
ভোরে শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। তারা বলেন, “শিক্ষক সমাজ জাতির বিবেক। আপনাদের ন্যায্য দাবি অগ্রাহ্য করা অন্যায়। এই আন্দোলন সম্মানের, করুণার নয়।”
জোটের বক্তব্য
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী তাদের সফরের বিষয়টি ফেসবুকে জানিয়ে লিখেছেন, “হাসনাত ভাই ও জারা আপা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়েছেন।”
শনিবার রাতে আজিজী আরও জানান, আন্দোলনের অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকরা ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করবেন। তিনি বলেন,
“আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, কিন্তু নিজেদের জীবনে নিরাপত্তা ও স্বীকৃতি পাচ্ছি না। তাই খালি থালা হাতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি—এটা আমাদের বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ।”
তিনি আরও বলেন,
“সরকার চাইলে মুহূর্তেই এই সংকটের সমাধান করতে পারে। আমরা মর্যাদা চাই, করুণা নয়।”
শিক্ষকদের তিন দফা দাবি:
1️⃣ মূল বেতনের ওপর ২০% বাড়িভাড়া প্রদান
2️⃣ মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা
3️⃣ কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা (বোনাস)
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করে। এরপর ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। সারাদেশের প্রায় ৩০ হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।