10/21/2025 জলবায়ু গবেষণায় পরিবেশকে বাদ দিলে ভবিষ্যৎ বিপর্যয় অনিবার্য: জাবি উপাচার্যের সতর্কতা”
odhikarpatra
২০ October ২০২৫ ১৯:১৭
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “দেশের টেকসই উন্নয়ন ও সমাজের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করতে গবেষণায় পরিবেশ ও বাস্তুতন্ত্রের প্রতিফলন থাকতে হবে।”
তিনি আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ‘আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স: ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পারস্পেকটিভ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপাচার্য আরও বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় কম হলেও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমাদের দায়িত্ব অনেক বেশি। গবেষণায় স্থানীয় পরিবেশগত বাস্তবতা ও নীতিকে গুরুত্ব দিতে হবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র আয়োজিত এ কর্মশালার উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে সমাধানমুখী গবেষণায় উদ্বুদ্ধ করা।
কর্মশালায় পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ড. একে এম নুরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।