11/13/2025 নবনির্বাচিত রাকসু’র শপথ অনুষ্ঠিত
odhikarpatra
২৬ October ২০২৫ ১৬:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ অক্টোবর ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠান আজ রবিবার অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনাড়ম্বর অনুষ্ঠানে রাকসুর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রাকসু সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। হল ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষগণ শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে নির্বাচন কমিশনার প্রফেসর মো. আব্দুল হান্নান স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, রাকসু নির্বাচন কমিশনার ও বিশিষ্ট শিক্ষকগণ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর