11/14/2025 জাতির সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন, কড়া অভিযোগ
odhikarpatra
১ November ২০২৫ ০৩:১৪
অধিকারপত্র ডেস্ক:
জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় জাতির সাথে ‘নির্লজ্জ প্রতারণা’ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি(এম)। দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল হত্যা-নির্যাতনের বিচার, প্রশাসনিক সংস্কার, গণতন্ত্র ও একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলে তা রাজনৈতিক দলসমূহসহ দেশের মানুষ সমর্থন জানিয়েছিল।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের কাজ শুরুর দিন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন—শুধুমাত্র যেসব প্রস্তাবে সব দলের ঐকমত্য হবে সেগুলো দিয়েই সনদ হবে। কিন্তু দীর্ঘ আলোচনার পর ভিন্নমত ও ‘নোট অব ডিসেন্ট’ সত্ত্বেও ৮৪টি সুপারিশ চূড়ান্ত করে জুলাই সনদ প্রকাশ করা হয়েছে, যা জনগণ ও শহীদদের সাথে প্রতারণা।
তাঁরা বলেন, সনদে মুক্তিযুদ্ধের অর্জন ও রাষ্ট্রের চার মূলনীতি উপেক্ষা করা হয়েছে। জামায়াতসহ কয়েকটি দলের চাহিদা প্রতিফলিত করে সনদের আইনি ভিত্তি করতে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে, যা সংবিধানের পরিপন্থী এবং July Movement-এর অর্জনকে প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার সাংবিধানিক ক্ষমতা ছাড়াই আদেশ জারির প্রস্তাব দিয়েছে, যা সংবিধান-অমান্য ও গণতন্ত্রবিরোধী। এছাড়া সনদকে দায়মুক্তি দিয়ে আদালতের বিচার থেকে রক্ষা ও নির্দিষ্ট সময়ের মধ্যে সনদ অনুমোদন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত করার সুপারিশ ‘ফ্যাসিবাদী মানসিকতা’র প্রকাশ বলে মন্তব্য করেন নেতারা।
নেতৃবৃন্দ বলেন, অর্থনীতি, আইন-শৃঙ্খলা ও কর্মসংস্থান আজ চরম সংকটে। তাই দ্রুত নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ নিশ্চিত ও সাম্প্রদায়িক উসকানি বন্ধের দাবি জানান তারা।
শেষে সিপিবি(এম) দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানায়।
বার্তা প্রেরক:
কমরেড তারেক ইসলাম বিডিস
সভাপতি, মাগুরা জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির সদস্য
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি(এম)