11/13/2025 নির্বাচনকে কেন্দ্র করে ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা সদস্যের প্রশিক্ষণ: সম্পূর্ণ প্রস্তুত সরকার
odhikarpatra
৩ November ২০২৫ ২৩:২০
অধিকার পত্র ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে বড় পরিসরের প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন।
সোমবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নির্বাচন-কেন্দ্রিক। প্রতিটি ধাপে নিরাপত্তা ও সমন্বয়ের মাধ্যমে ভোটের পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ অভিযান চলছে।
নির্বাচন দায়িত্বে যুক্ত করার জন্য নতুন নিয়োগ পেয়েছেন—
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গণমাধ্যমের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না। সাংবাদিকরা নির্বাচনী কাভারেজে পূর্ণ স্বাধীনতা পাবেন।”
আগামী ১৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো