11/13/2025 ধিক্কার! প্রেসক্লাবে বিএফইউজে নেতার অপমান: ক্ষমতা কি এতটাই অন্ধ করে দেয়?
odhikarpatra
৪ November ২০২৫ ১৯:২৮
সাংবদিক আনোয়ার হোসেন বরাবরই স্পষ্টবাদী এবং সচছ ও ব্যাকতিত্য সম্পন্ন মানবিক মানুষ যে কোন অন্যায় তিনি যেকোন ভাবেই হোক না কে প্রতিবাদ করে গতকাল তার ফেসবুক একটা ছোট ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি তা মত প্রকাশ করেছে অধিকার পত্র ডটকম তা বিশ্লেষন করে যা পেয়েছে তা হলো
"মানুষ যখন তার প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হয় তখন সে ভুলে যায় তার নিজের সত্তা কে।"
"When a person receives more than they expect, they forget their own identity/self." GAZI ANWAR - THE NEW NATION
ফেসবুক পোস্ট করা গাজী আনোয়ার হোসেন এর ভিডিও
ক্ষমতায় এলে মানুষ কি এতটাই আত্মভোলা হয়ে যায় যে, পুরনো দিনের সাহায্য-সহযোগিতা সব ভুলে যায়? সম্প্রতি এমন এক মর্মান্তিক ঘটনা সামনে এনেছেন 'দ্য নিউ নেশন'-এর সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচিত নেতা গাজী আনোয়ার হোসেন। এক ভাইরাল ভিডিও এবং ফেসবুক পোস্টে তিনি তীব্র আক্ষেপ প্রকাশ করে বলেছেন,
"আপনারা যখন কোথাও দাঁড়াতে পারতেন না, তখন এই প্রেসক্লাবেই আপনাদের প্রোগ্রাম করার সুযোগ হয়েছিল এবং এই মানুষগুলোই আপনাদের নিরাপত্তা দিতো।" অথচ, আজ সেই ক্লাবের একজন সিনিয়র সদস্য এবং বিএফইউজে'র একজন নির্বাচিত নেতার সাথেই এমন অমানবিক আচরণ করা হয়েছে।
সাংবাদিক গাজী আনোয়ার হোসেনের প্রশ্ন, "ক্ষমতা কি এমনই হয়? অতীত ভুলিয়ে দেয়!?" তার এই মর্মস্পর্শী আক্ষেপ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা পেশাজীবী সাংবাদিকদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।