11/13/2025 নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন—প্রশ্ন মোশাররফ আহমেদের
odhikarpatra
৫ November ২০২৫ ০১:৪৪
অধিকারপত্র ডেস্ক | ঢাকা
সাবেক ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর প্রশ্ন তুলেছেন—নয় মাসে ৮৩ কোটি টাকা ব্যয় করে ড. ইউনূসের পক্ষে কাজ করা আলী রীয়াজ কেন হঠাৎ সরে গেলেন? তিনি বলেছেন, “রাজনৈতিক দলগুলোকে এখন সিদ্ধান্ত নিতে বললে শুরুতেই তা বলা যেত।”
সম্পূর্ণ প্রতিবেদন:
সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ এখন কেন পালালেন, সেটিই জাতির জানার বিষয়।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আসিফ নজরুল বলেছেন—রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসুন। কিন্তু এতদিন তো মাঠও ছিল, পুরোহিতও ছিল—আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে সক্রিয় ছিলেন। এখন তিনি কেন হঠাৎ মাঠ ছাড়লেন?”
মোশাররফ আহমেদ বলেন, “৮৩ কোটি টাকা ব্যয় করে এখন যদি বলা হয় রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিক, তাহলে শুরুতেই তা বলা যেত। নয় মাস সময় ও বিপুল অর্থ ব্যয় করে এখন এমন মন্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “এই নয় মাসের মধ্যে চার মাস আলী রীয়াজ নানা হজপজ ও বুকিশ কাজকর্মে সময় নষ্ট করেছেন। কিন্তু গণঅভ্যুত্থান পরিস্থিতিতে দেশের মানুষের ধৈর্য ও সহিষ্ণুতা সীমিত থাকে। অর্থনীতি, নিরাপত্তা ও প্রতিরক্ষা দুর্বল হয়—এ সময় এমন দোদুল্যমান আচরণ দেশের জন্য ভালো নয়।”
ড. ইউনূস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মোশাররফ আহমেদ বলেন, “আমি ড. ইউনূসের বিরুদ্ধে নই। তাঁর কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু তিনি যে ফলাফল দিয়েছেন, তা হতাশাজনক—তিনি একপ্রকার ‘মূষিক প্রসব’ করেছেন। তাই আমি তাঁর সমালোচনা করি।”
সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ প্রশ্ন তুলেছেন—নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে ড. ইউনূসের পক্ষে থাকা আলী রীয়াজ কেন সরে গেলেন? তিনি বলেন, গণঅভ্যুত্থান সময়ে এ ধরনের সিদ্ধান্ত জনগণকে বিভ্রান্ত করে।