11/13/2025 চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি
odhikarpatra
৫ November ২০২৫ ২৩:৩৯
নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৩৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য বণ্টনের দাবিতে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি মো. হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সাবেক এমপি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণের মাধ্যমে পদ্মা নদীতে পানির প্রবাহ বাধাগ্রস্ত করছে। শুষ্ক মৌসুমে পানি আটকে দেওয়ায় বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কৃষিজমি পানিশূন্য হয়ে পড়ছে, ফসল নষ্ট হচ্ছে। আবার বর্ষায় ব্যারেজের সব দরজা খুলে দেওয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয়।
বক্তারা আরও বলেন, “আমরা গঙ্গা–পদ্মার পানির ন্যায্য বণ্টন চাই। ভারতের একতরফা সিদ্ধান্ত আর মেনে নেওয়া হবে না।”
সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. তোসিকুল আলম তোসি, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।