11/14/2025 জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কর্মীর বাড়িতে হামলা—নারায়ণগঞ্জে আহত ৭, বিস্ফোরিত হাতবোমা সদৃশ বস্তু!
odhikarpatra
১৩ November ২০২৫ ২৩:৪০
লোকেশন ও তারিখ:
আড়াইহাজার, নারায়ণগঞ্জ | ১৩ নভেম্বর ২০২৫
হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে মো. গিয়াস উদ্দিন (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), মো. পিয়ারিম (৪০) ও আসমা বেগম (৫০) কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
“ভোরে আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে স্থানীয় নেতা শাহ আলম তার অর্ধশতাধিক অনুসারী নিয়ে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়।”
“ভাঙচুর ও লুটপাট ছাড়াও হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে।”
“এখনও কেউ গ্রেপ্তার হয়নি।”
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। ৫ আগস্টের পরেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। গত মার্চের ঘটনার পর শাহ আলম ও তার অনুসারীরা কিছুদিন গ্রামছাড়া ছিলেন।