11/14/2025 ধানমন্ডি ৩২-এ আটক সেই কিশোরকে ছেড়ে দিল পুলিশ! অবশেষে জানা গেল তার প্রকৃত পরিচয়
odhikarpatra
১৩ November ২০২৫ ২৩:৪১
অধিকারপত্র.কম
ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহজনক আচরণের কারণে আটক হওয়া ১৪ বছর বয়সি কিশোরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি থানা তাকে ছেড়ে দেয়।
মূল তথ্য / ঘটনাবলি:
আজ সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ এলাকায় ঘোরাফেরা করার সময় কিশোরটিকে আটক করে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। পুলিশের প্রাথমিক সন্দেহ ছিল—কিশোরটি বিভ্রান্তিকর কথা বলছে এবং কখনো নিজেকে শিক্ষার্থী, কখনো ছাত্রদল, আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিল।
তার ব্যাগে পাওয়া কিছু কাগজপত্র দেখে পুলিশ প্রথমে মনে করে—সে কোনো নিষিদ্ধ রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে।
পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য:
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন—
“কিশোরটি শুধু গ্রামের বাড়ি থেকে ধানমন্ডি ৩২ দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি।”
সেই কারণে তাকে নিঃশর্তে ছেড়ে দেওয়া হয়েছে।
ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান—
“কিশোরটি বিভ্রান্তিকর পরিচয় দিচ্ছিল, তাই তাকে আটক করা হয়েছিল।”
বর্তমানে ‘ঢাকা লকডাউন’–কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকায় যেকোনো সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হচ্ছে—এ তথ্যও জানায় পুলিশ।