11/14/2025 ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেললাইনে আগুন! রাতে আতঙ্ক, ১৫ মিনিট থেমে গেল মহানগর এক্সপ্রেস
odhikarpatra
১৩ November ২০২৫ ২৩:৫৬
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫,
ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেলপথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশের রেললাইনে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা গেছে।
এর আগের রাতেও একই এলাকার কাছাকাছি দুবলা নামক স্থানে রেলপথে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান,
“দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুন দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে দ্রুত আগুন নেভায়।”
তিনি আরও বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঘটনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করে। আগুন লাগার কারণে প্রায় ১৫ মিনিট স্টেশনে ট্রেনটি থেমে থাকে, পরে রাত ১২টার দিকে সেটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। একাধিক এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।