11/14/2025 শাকসু তফসিল না দিলে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান—শাবিপ্রবিতে উত্তেজনা চরমে!”
odhikarpatra
১৪ November ২০২৫ ০৪:৫২
শাকসুর তফসিল দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান শিক্ষার্থীদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট — ১৪ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাকসু) নির্বাচন ঘোষণায় বিলম্বের প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত থেকে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এর আগে রাত পৌনে ১০টার দিকে প্রশাসনিক ভবন-১ এর ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, “উপর মহলের নির্দেশে” শাকসুর তফসিল ঘোষণা স্থগিত করা হয়েছে, যা তারা ‘শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা’ হিসেবে দেখছেন।
এরপর রাত সাড়ে ৮টা থেকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু হয় এবং উপাচার্যকে ফোনে আধা ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় তফসিল ঘোষণার জন্য। সময় শেষ হলে ভবনটিতে তালা দেওয়া হয়।
মধ্যরাতের পর শিক্ষার্থীরা কয়েল, মশালসহ অবস্থান চালিয়ে যাওয়ার সরঞ্জাম নিয়ে এসে রাতভর কর্মসূচির প্রস্তুতি নেন।
“আজ তফসিল ঘোষণার কথা থাকলেও তৃতীয় পক্ষের ইশারায় তা স্থগিত করা হয়েছে। শাকসু আমাদের অধিকার—এ অধিকার নিয়ে তালবাহানা বরদাশত করা হবে না। তফসিল না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।”
“ক্যাম্পাসের ৯০% শিক্ষার্থী শাকসু চায়। প্রশাসন বলেছে কাল সন্ধ্যার মধ্যে তফসিল দেওয়া হবে—আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান চালিয়ে যাব।”
“শাকসু আমরা সবাই চাই। বিভিন্ন জটিলতার কারণে আজ তফসিল ঘোষণা হয়নি। আগামীকাল সন্ধ্যার মধ্যেই উপাচার্য নির্বাচনী তফসিল ঘোষণা দেবেন।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেসকে ফোনে পাওয়া যায়নি।