11/14/2025 আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না”—যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা! দেশে নতুন রাজনৈতিক আলোচনার ঝড়
odhikarpatra
১৪ November ২০২৫ ১৮:১১
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা
আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকা এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত (বাতিল) হওয়ায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান–এর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান।
প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এ নির্বাচনে বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ১৬ বছরের স্বৈরতান্ত্রিক সময় এবং টানা তিনটি ‘কাটাছেঁড়া’ নির্বাচনে অনেকেই ভোট দিতে পারেননি—এ বিষয়টিও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস বলেন, জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই সনদ’ বাংলাদেশে একটি নতুন সূচনার পথ তৈরি করেছে।
যুক্তরাজ্যের মন্ত্রী ব্যারোনেস চ্যাপম্যানও বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ ইতিবাচক অগ্রগতি তৈরি করছে।
বৈধ অভিবাসন নিশ্চিতকরণ প্রসঙ্গে মন্ত্রী চ্যাপম্যান উদ্বেগ প্রকাশ করেন যে, যুক্তরাজ্যে বিভিন্ন দেশের অভিবাসীরা আশ্রয় ব্যবস্থার অপব্যবহার করছে। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তাঁর সরকার নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশিকে বৈধ পথে বিদেশে কর্মসংস্থানে সহায়তা করছে।
রোহিঙ্গা বিষয়ে দুই নেতা একমত হন যে, মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। অধ্যাপক ইউনূস জানান, ক্যাম্পের তরুণেরা হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে উঠছে, তাই তাদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিমান যোগাযোগ জোরদার নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে গবেষণার জন্য যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। ব্যারোনেস চ্যাপম্যান জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান অচিরেই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—