11/15/2025 জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় ২২ সংগঠনের সমাবেশ—“মুনাফা নয় জনগণ, কর্পোরেশন নয় প্রকৃতি”
odhikarpatra
১৫ November ২০২৫ ২০:২৩
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫:
জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্ব সংগ্রাম দিবস উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একত্রিত হয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন (বিকেএফ)–সহ ২২টি সংগঠন। শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন—“বাংলাদেশসহ বিশ্বের প্রান্তিক মানুষ জলবায়ু বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার, তাই ন্যায়ভিত্তিক বৈশ্বিক পরিবর্তন এখন জরুরি।”
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক কমরেড জায়েদ ইকবাল খান।
এছাড়া ওয়াটার কিপার্স বাংলাদেশ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, আদিবাসী সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা জানান—
তাদের মতে, কৃষক, শ্রমিক, নারী, শিশু, জেলে এবং উপকূলবাসী—এই প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সুতরাং “এই অবিচার মোকাবেলায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই”—বলেন নেতারা।
সমাবেশে ৬টি জাতীয় দাবি উপস্থাপন করা হয়—
1️⃣ ভূমি ও কৃষি সংস্কার—কৃষিজমি রক্ষা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা
2️⃣ জৈবিক কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব—নদী-জলাভূমি সংরক্ষণ
3️⃣ ন্যায়সঙ্গত শহর—বাসস্থান, পানি, স্যানিটেশন ও বিদ্যুৎ অধিকার নিশ্চিত
4️⃣ সুন্দরবন, উপকূল ও কৃষিজমি ধ্বংসকারী সব প্রকল্প বন্ধ
5️⃣ কয়লা–তেল–গ্যাস দূষণ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির প্রসার
6️⃣ কর্পোরেশন ও রাষ্ট্রের পরিবেশগত অপরাধের জবাবদিহি নিশ্চিত
সমাবেশে বিশ্ব সম্প্রদায়ের জন্যও ৪টি দাবি উত্থাপন করা হয়—
1️⃣ কার্বন ঋণ পরিশোধ ও ক্ষতিপূরণ প্রদান
2️⃣ উন্নত দেশগুলোর বেপরোয়া ভোগবাদী উৎপাদন বন্ধ
3️⃣ বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ও মুনাফা পাচার বন্ধ
4️⃣ খাদ্য–পানি–জ্বালানির বৈশ্বিক সার্বভৌমত্ব নিশ্চিত করতে ন্যায়সঙ্গত নীতি প্রণয়ন
বক্তারা ঘোষণা করেন—
নদী রক্ষা, কৃষিজমি রক্ষা, বন ও উপকূল রক্ষা এবং সকল মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার সংগ্রাম অব্যাহত থাকবে।