11/16/2025 শেখ হাসিনার রায়কে ঘিরে সারা দেশে কড়া নিরাপত্তা—১ লাখ সেনা মোতায়েনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
odhikarpatra
১৬ November ২০২৫ ০০:০৫
১৫ নভেম্বর ২০২৫, শনিবার নিজস্ব প্রতিবেদক,
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রায় ঘোষণার তারিখ ১৭ নভেম্বর সামনে রেখে ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন—
“রায়কে কেন্দ্র করে দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে।”
উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নয় দিনের বিশেষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে—
সর্বমোট প্রায় ২.৯৪ লাখ নিরাপত্তা সদস্য মাঠে থাকবে।
উপদেষ্টা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন—
“নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
সরকার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন—
“এ দেশে সরকার পতন কোনো তিনজন মানুষের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই পরিবর্তন ঘটেছে। তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তা জনগণ দেখেছে।”
উপদেষ্টা জানান—
মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেইস পরিদর্শন করেন।