11/16/2025 শেখ হাসিনার রায় ঘিরে ঢাকায় সতর্কতা জোরদার: অতিরিক্ত পুলিশ মোতায়েন, আইনশৃঙ্খলা কড়াকড়ি
শেখ হাসিনার রায় ঘিরে ঢাকায় সতর্কতা জোরদার: অতিরিক্ত পুলিশ মোতায়েন, আইনশৃঙ্খলা কড়াকড়ি
odhikarpatra
১৬ November ২০২৫ ১৮:৩৬
১৬ নভেম্বর ২০২৫, ঢাকা—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ডিএমপি জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
আগামীকাল ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে। এই রায়কে কেন্দ্র করে অনলাইনে ‘ঢাকা শাটডাউন’ ঘোষণা করা হলেও আজ শহরে কোন তাত্ত্বিক প্রভাব দেখা যায়নি।
**পুলিশের প্রস্তুতি ও পদক্ষেপ**
* রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন।
* সব থানাকে নির্দেশনা, যাতে কার্যক্রম নিষিদ্ধ দল নেতাকর্মীরা রাজধানীতে জমায়েত না করতে পারে।
* রেল ও নৌপথে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।
* পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, নাশকতা প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
**গতকালের নাশকতা ও নিরাপত্তা সতর্কতা**
* সম্প্রতি ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও অগ্নি সন্ত্রাসের ঘটনা ঘটেছে।
* স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।”
**আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১**
* জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হবে।
* পুলিশের সতর্ক উপস্থিতি ও গোয়েন্দা নজরদারি দেশের শান্তি বজায় রাখার লক্ষ্যে অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com