11/17/2025 গণহত্যার রায়ের আগে দেশজুড়ে উদ্বেগ– আতঙ্ক: ‘নৈরাজ্যের পাঁয়তারা চলছে’, সতর্ক করলেন মির্জা ফখরুল
odhikarpatra
১৬ November ২০২৫ ২৩:৫৮
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিয়ে দেশে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, এ রায়ের আগে সারাদেশেই অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
“আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় হবে। এই নিয়ে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তা যেন আমরা নষ্ট না করি।”
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি অস্বাভাবিক ও বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।
তার ভাষায়,
“বাংলাদেশের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যা পূর্বে কেউ কল্পনাও করতে পারেনি। ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার, মিথ্যা মামলা ও হত্যার শিকার হয়েছেন। অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।”
মওলানা ভাসানীর কথা স্মরণ করে তিনি বলেন—ভাসানী ছিলেন মানুষের কল্যাণকামী রাষ্ট্রব্যবস্থার স্বপ্নদ্রষ্টা। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মধ্যেই তিনি সেই নেতৃত্বের সম্ভাবনা দেখেছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,
“এই সরকার চেষ্টা করছে রাজনৈতিক কাঠামোকে একটি মানদণ্ডে ফিরিয়ে আনতে। তবে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সেটি কতটা সামঞ্জস্যপূর্ণ—সেটা বলার সময় এখনো আসেনি।”
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে—তা নিয়ে নানা মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অনিশ্চয়তা ছড়াচ্ছে। কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে নতুন দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে চায়।
মির্জা ফখরুল বলেন,
“কালবিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন দিন। দেশে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে জরুরি।”