11/18/2025 ধানমন্ডি ৩২-এ ব্যাপক সংঘর্ষ: পুলিশের সাউন্ড গ্রেনেড–টিয়ারশেল, স্কয়ার হাসপাতাল এলাকায় চরম আতঙ্ক
odhikarpatra
১৭ November ২০২৫ ১৯:০৯
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই চারদিক থেকে মানুষ জড়ো হতে থাকলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কলাবাগান, স্কয়ার হাসপাতাল এলাকা এবং আশপাশের সড়কজুড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক মিনিট পরপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে। এতে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্কয়ার হাসপাতালের সামনে সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে কিছু সময় হাসপাতালের প্রধান ফটকও বন্ধ রাখে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, কলাবাগান অংশে কয়েক শত মানুষ বিক্ষোভ মিছিল করে ধানমন্ডি ৩২-এর দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। তবে পুলিশ টানা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের বাধা দিচ্ছে। অনেক বিক্ষোভকারী ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশের ব্যারিকেডে এগোতে পারছে না।
স্কয়ার হাসপাতালে ভর্তি নারায়ণগঞ্জের বাসিন্দা মোস্তফা কামালের স্বজন মাসুদ আলম জানান, বাইরে বিস্ফোরণের শব্দে হাসপাতালের ভেতরও রোগীরা আতঙ্কে আছে বলে মোবাইলে তাকে জানানো হয়েছে। তিনি বিকেলে চাচাকে দেখতে গেলে নিরাপত্তাজনিত কারণে ফটক বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি। পরে পরিচয় যাচাইয়ের পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে ধানমন্ডি ২৭ থেকে ৩২ নম্বর সড়ক পর্যন্ত—নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে আরও কয়েকশ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিবাদে তারা স্লোগান দিচ্ছে, তবে সেনাবাহিনীর উপস্থিতির কারণে সামনে এগোতে পারেনি।
ধানমন্ডি ৩২-এর পশ্চিমপাশের আবাসিক এলাকাতেও শতাধিক মানুষ স্লোগান দিচ্ছে, ফলে পুরো এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।