11/20/2025 মিস ইউনিভার্সে ‘গোপন জুরি’ প্যানেল! বিচার প্রক্রিয়ায় ভয়ংকর কারচুপির অভিযোগ, পদত্যাগ করলেন দুই হেভিওয়েট বিচারক!
odhikarpatra
১৯ November ২০২৫ ২০:৩৪
বিনোদন ডেস্ক, অধিকার পত্র ডটকম। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা (Miss Universe 2025) শুরু থেকেই বিতর্কে জর্জরিত। এবার বিচার প্রক্রিয়ায় কারচুপির গুরুতর অভিযোগের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বিতর্কের জেরে বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন দু'জন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
প্রধান বিচারকের প্যানেল থেকে পদত্যাগ
বিবিসি'র (BBC) প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণার আগেই অফিসিয়াল জুরি সদস্য লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ (Omar Harfouch) নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
* কারচুপির অভিযোগ: মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হারফুশ দাবি করেন, "হঠাৎ করে গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে," যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না।
* স্বার্থের সংঘাত: তাঁর অভিযোগ, এই গোপন প্যানেল এমন কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত (Conflict of Interest) রয়েছে।
হারফুশের এই চাঞ্চল্যকর অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে (Claude Makélélé), ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন।
আরেক বিতর্ক: প্রতিযোগী অপমান
বিচার প্রক্রিয়ার এই অভিযোগের আগেও এবারের মিস ইউনিভার্স আয়োজন বিতর্কে জড়িয়েছিল। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
মিথিলাকে নিয়ে আশার আলো
এই বিতর্কের মধ্যেও বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে বেশ সাড়া ফেলছেন। জনপ্রিয়তার ভোটে তিনি শীর্ষে পৌঁছানোর একদম কাছাকাছি রয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে ভোট দেওয়ার সময়সীমা বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষের কী স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত? আপনি কী মনে করেন?