12/03/2025 খালেদা জিয়ার জন্য দোয়া ও রাজনৈতিক বিদ্বেষের বিরুদ্ধে মানবিক বার্তা—তানিয়া ইসলামের স্ট্যাটাস ভাইরাল
odhikarpatra
২ December ২০২৫ ২৩:২০
বিশিষ্ট সমাজকর্মী তানিয়া ইসলাম এর সাথে আলাপ কালে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা সাহসী কন্ঠে বলেন যা তিনি তার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন—কিছু মানুষ এতটাই বিদ্বেষপূর্ণ রাজনৈতিক আচরণ করেন যে তাদের মাঝে সামান্য মানবিকতাও খুঁজে পাওয়া যায় না। এমনকি একজন মৃত্যুপথযাত্রী রোগীকেও নিয়ে কটূক্তি, উপহাস ও বিদ্রূপে তারা বিরত নয় বলে তিনি উল্লেখ করেন।
তানিয়া ইসলাম লিখেছেন, এ ধরনের ব্যক্তিরা তাঁর ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকলেও নিজ দায়িত্বেই যেন তাঁকে আনফ্রেন্ড করেন—এই অনুরোধও জানান তিনি।
তাঁর পোস্টে তানিয়া বলেন—
“হ্যাঁ ভাই/বোনেরা, আমি আওয়ামী লীগ সাপোর্ট করি, কিন্তু ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়াকেও অসম্ভব পছন্দ করি। তাঁর দেশপ্রেম আমাকে মুগ্ধ করে।”
তিনি আরও লেখেন,
“প্রতিহিংসার রাজনীতি আমি কখনোই সমর্থন করি না। কোনো মানুষই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।”
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত না হলেও তানিয়া ইসলাম তাঁর সুস্থতার কামনা করেন। তিনি লেখেন—
“উনি যে নেই—এর সত্যতা আমি পুরোপুরি নিশ্চিত নই। তাই দোয়া করি, আল্লাহ যেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন।”
তানিয়ার এই মানবিক বার্তা পোস্ট করার পর অনেকেই তা শেয়ার ও সমর্থন করছেন। রাজনীতির বিভাজনের বাইরে দাঁড়িয়ে মানবতার আহ্বান তাঁর এই লেখায় স্পষ্ট হয়ে ওঠে।
“রাজনীতির ঊর্ধ্বে মানবতা”—গোপালগঞ্জের কিছু সমর্থকের আচরণে ক্ষুব্ধ তানিয়া ইসলাম, খালেদা জিয়ার সুস্থতার দোয়া চাইলেন
#TaniaIslam #HumanityFirst #KhaledaZia #BangladeshPolitics #OdhikarPatra #PoliticalEthics #HumanityBeforePolitics