12/03/2025 ফরিদপুরের অম্বিকা ময়দানে জামায়াতের বিরল গণসমাবেশ, চার আসনে প্রার্থীদের বিজয়ের আহ্বান
odhikarpatra
২ December ২০২৫ ২৩:৫৯
ফরিদপুরে জেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, “দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হামলা–হুমকি দিয়ে জামায়াতকে থামানো যাবে না।” মঙ্গলবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, যারা নিজেদের সবসময় “দেশের পক্ষের শক্তি” দাবি করে, তারা আজ দেশের বাইরে স্বচ্ছন্দে বসবাস করছেন। অথচ দেশের ১৮ কোটি মানুষকে অনিরাপদ রেখে তারা আন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করছে বলেও তার অভিযোগ।
নারী অধিকার ও সংখ্যালঘু নিরাপত্তা প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে নারী স্বাধীনতা থাকবে না—এ কথা সম্পূর্ণ মিথ্যা। আমরা নারীর শালীন চলাফেরা পরামর্শ দিই, কিন্তু আমরা নারীবিদ্বেষী নই। হিন্দুদের ওপর হামলার অভিযোগও মিথ্যা প্রচারণা।” তিনি দাবি করেন, ২০২৫ সালের দুর্গাপূজায় দেশের কোথাও কোনো হামলা হয়নি, যা প্রমাণ করে যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার।
তিনি আরও বলেন, “এই বাংলাদেশ সবার—শুধু মুসলমানদের নয়। অমুসলিম ভাইয়েরা, আপনারা নিরাপদ থাকবেন ইনশা আল্লাহ।”
ফরিদপুর জেলার চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী—
তাদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, “ফরিদপুর শহীদের রক্তে রঞ্জিত ভূমি। সেই রক্তের বদলা নিতে হলে এই চারজনকে জয়ী করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুহাম্মদ বদর। বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইনসহ চার আসনের প্রার্থীরা।
#Faridpur #Jamaat #BangladeshPolitics #Election2025 #AmbikaMaidan #ATM_Azharul_Islam #OdhikarPatra #PoliticalRally #বাংলাদেশ_রাজনীতি