11/14/2025 ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
Mahbubur Rohman Polash
৩১ March ২০১৮ ১৯:৩৩
সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। সকাল ৮টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আরটিভির মুখোমুখি হবে বাসস। গতকাল প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশের খবরকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাসস।
এদিকে, আজ নিজ নিজ খেলায় জিটিভি ৫ উইকেটে আমার দিনকে, ডেইলি স্টার ৪ উইকেটে সমকালকে, বিডি নিউজ-২৪ ৫ উইকেটে ইত্তেফাককে, জাগো নিউজ ১৩ রানে নয়া দিগন্তকে, আলোকিত বাংলাদেশ ৩০ রানে নিউ এইজকে, চ্যানেল আই ৫৬ রানে বৈশাখী টিভিকে, রাইজিং বিডি ৬ রানে একাত্তর টিভিকে, যুগান্তর ৫ উইকেটে ডেইলি সানকে, এনটিভির ৪৭ রানে এটিএন নিউজকে, এসএ টিভি ৩১ রানে যায়যায়দিনকে হারায়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবারের আসরে ৫০টি মিডিয়া প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।