12/18/2025 বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিবের সতর্কবার্তা
odhikarpatra
১৬ December ২০২৫ ২৩:৩২
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
স্বাধীনতাবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।”
তিনি বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং ১৬ ডিসেম্বর সেই যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ কারণেই বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
বিএনপির মহাসচিব বলেন, বিজয় দিবসে দলের স্থায়ী কমিটির সদস্যসহ নেতারা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। মির্জা ফখরুল বলেন, “আজকের এই দিনে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। একই সঙ্গে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, তাঁর আগমন গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবে বলে বিএনপি আশা করে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
#মির্জা_ফখরুল #বিজয়_দিবস #বিএনপি #স্বাধীনতা #গণতন্ত্র #জিয়াউর_রহমান #বাংলাদেশ_রাজনীতি