01/21/2026 বিদেশে কর্মী পাঠানো, দালাল চক্র, প্রবাসী কর্মসংস্থান সংকট ও তরুণ জনশক্তি নিয়ে কড়া বার্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের
odhikarpatra
১৭ December ২০২৫ ২৩:৫২
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ — বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল, নথি জালিয়াতি ও প্রতারণামুক্ত একটি কার্যকর ব্যবস্থা গড়ে না তুললে দেশের বিপুল তরুণ জনশক্তিকে কাজে লাগানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দালালচক্র, কাঠামোগত দুর্বলতা ও জাল কাগজপত্রের কারণে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে গভীর সংকট তৈরি হয়েছে। এই বাস্তবতা বদলাতে না পারলে অর্থবহ অগ্রগতির কথা ভাবার সুযোগ নেই।
প্রধান উপদেষ্টা বলেন, বিদেশগমন আজ বিপজ্জনকভাবে দালাল ও প্রতারণার সঙ্গে জড়িয়ে গেছে। সরকার আন্তরিক চেষ্টা করলেও এখনো দালালনিয়ন্ত্রিত ব্যবস্থার মূল কাঠামোর ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, গ্রামের নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণ চাইতে এসে প্রথম দালালচক্রের ভয়াবহ চিত্র সামনে নিয়ে আসে। বিশ্বের প্রায় সব দেশে বাংলাদেশ থেকে অভিবাসন কার্যত দালালনিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেই চলছে।
রেমিট্যান্স আয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে এই ব্যবস্থা যে কোনো মূল্যে বদলাতে হবে উল্লেখ করে তিনি বলেন, নথি জালিয়াতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভিসা বন্ধ হওয়া ও বিদেশি বন্দরে বাংলাদেশি নাবিকদের নামতে না দেওয়ার ঘটনাও এর ফল।
তবে সরকারের উদ্যোগে ধীরে ধীরে কিছু দেশের দরজা আবার খুলছে বলে জানান তিনি।
বিদেশে শ্রমবাজারের সম্ভাবনা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শুধু জাপানই কয়েক লাখ বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত। আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব জাপান সঙ্গে সঙ্গেই গ্রহণ করেছে। ভাষা ও কারিগরি দক্ষতা বাড়াতে পারলে সুযোগ আরও বিস্তৃত হবে।
বাংলাদেশকে ‘যুবাদের সোনার খনি’ আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, দেশের প্রায় ৯ কোটি মানুষ ২৭ বছরের নিচে। বিশ্ব আজ তরুণ খুঁজছে। এই মানবসম্পদ তেল বা দুর্লভ খনিজের চেয়েও বেশি মূল্যবান।
তিনি বলেন, মূল সমস্যা অর্থ নয়—সমস্যা হলো ব্যবস্থা, শৃঙ্খলা ও সুশাসন। দালাল ও জালিয়াতিমুক্ত ব্যবস্থা গড়ে তুলতে পারলেই এই ‘সোনার খনি’র সর্বোচ্চ ব্যবহার সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় তিন ক্যাটাগরিতে ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য বীমা, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।