01/21/2026 বিএনপি মনোনয়ন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা রুমিন ফারহানার
odhikarpatra
১৮ December ২০২৫ ২৩:৪৬
দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, “মার্কা যা–ই হোক, আপনারা যদি আমার পাশে থাকেন, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।”
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, আমি তাই করি। ভালো–মন্দ যাই হোক, সিদ্ধান্ত বদলাই না। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, “দেশের অধিকাংশ আসনে যখন উৎসব চলছে, তখন সরাইল–আশুগঞ্জের মানুষ জানে না তাদের এমপি প্রার্থী কে—এটা দুঃখজনক।”
গত ১৭ বছরে দলের জন্য নিজের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, “আমি আমার কাজের হিসাব দিই না, মানুষই তার সাক্ষী। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারব, আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারব।”
নির্বাচন কমিশনের ঘোষণার কথা উল্লেখ করে রুমিন ফারহানা আশা প্রকাশ করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন সরকার বলছে ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। আমরা এই আশায় বিশ্বাস রাখতে চাই।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “কার কাছে অবৈধ অস্ত্র আছে, তা চিহ্নিত করুন। ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনুন। নির্বাচনে প্রার্থী, ভোটার ও কর্মীদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব সরকারের নিতে হবে।”
প্রায় প্রতি সপ্তাহে এলাকায় এসে গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন আমার। জনগণের ভোটে সংসদে যেতে পারলে এই স্বপ্ন বাস্তবায়ন করব।”