01/21/2026 সুনামগঞ্জে নাশকতা ও চাঁদাবাজির অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার |
odhikarpatra
২৩ December ২০২৫ ১৯:২৭
অধিকার পত্র ডটকম
সুনামগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২৫:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নাশকতাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— ১১ নম্বর গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহমদ (৫৪)।
এছাড়া ১৩ নম্বর ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের বাসিন্দা মো. রুমেল আহমদ (৩০) এবং ভাতগাঁও ইউনিয়ন পরিষদ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাথারীপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।